ভারত সফরের টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বোল্ট ও কলিন ডি গ্রান্ডহোম। এক টানা জৈব সুরক্ষা বলয়ের হাত থেকেই বাঁচতেই তাদের এই সিদ্ধান্ত। মুক্ত বাতাসে একটু শ্বাস ফেলার জন্য ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন না এই দুই ক্রিকেটার। গত দুই মাস ধরে জৈব সুরক্ষা বলয়ে আছেন বোল্ট।
গ্রান্ডহোম এতদিন না থাকলেও অবশ্য সম্প্রতি খুব একটা ভালো ফর্মেও ছিলেন না তিনি। স্পিনার হিসেবে দলে আছেন মিচেল স্যান্টনার, উইল সমারভিল ও এজাজ প্যাটেলের মতো দক্ষ স্পিনাররা। এছাড়া এই সফরে তাদের সাথে আরও যোগ হয়েছেন রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস।
প্রসঙ্গত, ভারত সফরে নিউজিল্যান্ড খেলবে দুইটি টেস্ট ম্যাচ। প্রথম ম্যাচটি শুরু হবে ২৫ নভেম্বর, কানপুরে। সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ে, ৩ ডিসেম্বর। এর আগে ১৭ নভেম্বর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত ও নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড টেস্ট দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ডেভন কনওয়ে, কাইল জেমিসন, টম ল্যাথাম, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, উইল সমারভিল, টিম সাউদি, রস টেলর, উইল ইয়ং ও নেইল ওয়াগনার।
সূত্রঃ বিডিক্রিকটাইম