ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

ক্রিকেট দুনিয়া November 5, 2021 925
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

একের পর এক দল খেলতে না যাওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আর্থিক অবস্থা করুন। এই অবস্থায় তাদের পাশে দাঁড়াল ওয়েস্ট ইন্ডিজ। আগামী ডিসেম্বরেই দেশটি সফরে যাবে তারা। ওই সফরে ৩টি করে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা।


বিশ্বকাপের মাঝেই এই সুখবর পেলেন পাকিস্তান ক্রিকেটপ্রেমীরা। ১৩ থেকে ২২ ডিসেম্বর করাচিতে হবে ম্যাচগুলো। ৩ বছর পর ফের দেশটি সফরে যাবে উইন্ডিজ।২০১৮ সালে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান গিয়েছিল ক্যারিবিয়ানরা। তবে ২০০৬ সালের পর আবার দেশটির মাটিতে ওয়ানডে সিরিজ খেলবে তারা।


পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা এক বিবৃতিতে বলেন, ‘সেপ্টেম্বর ও অক্টোবরে দেশের মাঠে নিউজিল্যান্ড সিরিজ বাতিল করার পর অবশেষে আমাদের জন্য সুখবর। ডিসেম্বরেই এখানে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ। এরপর অস্ট্রেলিয়াও খেলতে আসবে আমাদের এখানে।’


একদিনের সিরিজ সুপার লিগের অংশ হবে। ২০২৩ বিশ্বকাপে যোগ্যতা অর্জনের জন্য এই লিগ চালু করেছে আইসিসি। আয়োজক ভারত এমনিতেই খেলার সুযোগ পাবে। তবে পয়েন্টের বিচারে প্রথম সাতে থাকা দলগুলো সরাসরি সেখানে খেলার ছাড়পত্র পাবে। বাকি ২টি স্থানেরর জন্য হবে কোয়ালিফাইং রাউন্ড।


সূত্রঃ চ্যানেল২৪ অনলাইন