অস্ট্রেলিয়ার কাছে দৃষ্টিকটু হারের পর ম্যাচ শেষে প্রশ্নবাণ সামলাতে সংবাদ সম্মেলনে এলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার নেতৃত্বাধীন এই দলকে নিয়ে এবার ছিল অনেক আশা-ভরসা। দল সেই প্রত্যাশা কানাকড়িও পূর্ণ করতে পারেনি।
এমন পারফরম্যান্সের পর গণমাধ্যমের কঠোর কিছু প্রশ্নই শুনতে হল রিয়াদকে। যার মধ্যে একটি ছিল, অবসর বা এমন কিছুর কথা ভাবছেন কি না।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে দেড়শ রানের ইনিংস খেলে টেস্ট থেকে আকস্মিক অবসরের সিদ্ধান্ত নেওয়া রিয়াদ জানিয়েছেন, টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার কোনো পরিকল্পনা এখন নেই, ‘এই মুহূর্তে আমি ওরকম কিছু চিন্তা করছি না।’
শুধু অবসর নয়, প্রশ্ন হয়েছে রিয়াদের টি-টোয়েন্টি দলের নেতৃত্বে থাকা-না থাকা নিয়েও। রিয়াদ অবশ্য নেতৃত্বের বিষয়টি ছেড়েছেন বোর্ডের হাতে।
তিনি বলেন, ‘এটা নির্ভর করছে। আমার হাতে নেই। সিদ্ধান্ত ক্রিকেট বোর্ড থেকে আসবে। আমার তরফ থেকে আমি সবসময় চেষ্টা করেছি দলটাকে আগলে রাখার জন্য। ভালো পারফরম্যান্স আদায় করার জন্য।’
তিনি আরও বলেন, ‘হয়ত আমার অধিনায়কত্বে ঘাটতি ছিল। পারফরম্যান্স হয়ত আদায় করে নিতে পারিনি। আপনার প্রশ্নের উত্তর বোর্ডের হাতে ছেড়ে দিচ্ছি। আমার এখানে কিছু বলার নেই।’
সূত্রঃ বিডিক্রিকটাইম