দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৫ ওভারে ৭৩ রানেই অলআউট হয় বাংলাদেশ দল। সহজ টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৩৮ বল খেলেই জয় নিশ্চিত করে অসিরা। ৮২ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া।
বাংলাদেশের বিপক্ষে দাপুটে জয়ের পর অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেন, সত্যিই দারুণ পারফরম্যান্স। পেসার মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড শুরুতেই বাংলাদেশ দলকে চাপের মধ্যে রেখেছে। আমরা প্রথম ওভারেই মিচেল স্টার্ককে সুইং করাতে দেখেছি। দুর্দান্ত পারফরম্যান্স করেছে অ্যাডাম জাম্পাও।
তিনি আরও বলেন, আমাদের টার্গেটই ছিল বড় ব্যবধানে ম্যাচ জয় নিশ্চিত করা। সেজন্যই আমরা ইনিংসের শুরু থেকে মেরে খেলার চেষ্টা করেছি। আমাদের আরও একটি ম্যাচ আছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।
সূত্রঃ যুগান্তর অনলাইন