টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখে নিন দুদলের একাদশ

ক্রিকেট দুনিয়া November 4, 2021 601
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখে নিন দুদলের একাদশ

দুবাইয়ে নিয়ম রক্ষার ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এই ম্যাচে বাংলাদেশ দলের একাদশে এসেছে একটি পরিবর্তন।


নাসুম আহমেদের পরিবর্তে একাদশে ফিরেছেন তারকা পেসার মুস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়ার একাদশেও পরিবর্তন একটি। মিচেল মার্শ সুযোগ পেয়েছেন, তাকে জায়গা করে দিয়েছেন অ্যাশটন অ্যাগার।


হেড টু হেড লড়াইয়ে অস্ট্রেলিয়া বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকলেও বাংলাদেশ সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে। দুই দলের সাম্প্রতিক লড়াইয়ের পরিসংখ্যান সাহস যোগাতে পারে বাংলাদেশকে। বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে পরাজিত করেছিল টাইগাররা।


• একনজরে দুই দলের একাদশ


বাংলাদেশ : নাঈম শেখ, লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।


অস্ট্রেলিয়া : ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), মিচেল মার্শ, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।


সূত্রঃ বিডিক্রিকটাইম