অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া November 4, 2021 793
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

নিজেদের শেষ ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিয়ম রক্ষার এই ম্যাচ খেলেই দেশে ফিরে আসবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। নিয়ম রক্ষার ম্যাচে টাইগাররা তবু জয়ের দেখা পেতে মরিয়া।


অন্তত একটি জয় নিয়ে দেশে ফিরতে চায় বাংলাদেশ, আগের ম্যাচের পর জানিয়েছিলেন পেসার তাসকিন আহমেদ। মূল পর্বে জয়খরা কাটানোর উপলক্ষ্যও হতে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি।


এই ম্যাচে বাংলাদেশ দলের একাদশে ফিরতে পারেন পেসার মুস্তাফিজুর রহমান। তাকে সুযোগ করে দিতে একাদশের বাইরে থাকা লাগতে পারে স্পিনার নাসুম আহমেদকে।


বাংলাদেশ : নাঈম শেখ, লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।


সূত্রঃ বিডিক্রিকটাইম