টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে আরও এক ধাপ পেছাল বাংলাদেশ

ক্রিকেট দুনিয়া November 4, 2021 637
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে আরও এক ধাপ পেছাল বাংলাদেশ

কদিন আগে টি-টোয়েন্টির র‌্যাঙ্কিংয়ে আটে নেমেছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। এবার আরো এক ধাপ পিছিয়ে ৯ নম্বরে নেমে এলো বাংলাদেশ। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে র‌্যাঙ্কিংয়ের ছয়ে উঠে এসেছিল টাইগাররা।


তবে সেটা খুব বেশিদিন ধরে রাখতে পারেনি মাহমুদউল্লাহর দল। ওমান ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে জয় পেলেও স্কটল্যান্ডের কাছে হারতে হয়েছিল বাংলাদেশের।


শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর ছয় থেকে আটে নেমেছিল সাকিব আল হাসান মুশফিকুর রহিমরা। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর আরও এক ধাপ পেছালো বাংলাদেশ। তাতে ২৩৪ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে।


বাংলাদেশের বিপক্ষে ৩ রানের জয় পেয়ে এক ধাপ এগিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের সমান ২৩৪ রেটিং পয়েন্ট হলেও ভগ্নাংশের বিচারের এগিয়ে থাকায় ক্যারিবীয়দের অবস্থান আট নম্বরে। দশে থাকা শ্রীলঙ্কার রেটিং ২৩০।


আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ইংল্যান্ড। সুপার টুয়েলভে চার ম্যাচে চার জয় পাওয়া ইংলিশদের রেটিং পয়েন্ট ২৭৯। বিশ্বকাপে দারুণ সময় পার করা পাকিস্তান জায়গা করে নিয়েছে দুইয়ে। বাবর আজমের দলের রেটিং ২৬৫।


এক ধাপ পিছিয়ে তিনে ভারত। বিশ্বকাপের এবারের আসরে নিজেদের প্রথম দুই ম্যাচ হারায় এক ধাপ পিছিয়ে বিরাট কোহলির দল। এরপর যথাক্রমে রয়েছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান। - অর্থসূচক