বিশ্বকাপ শেষ হতে না হতেই বাংলাদেশ সফর করবে পাকিস্তান। সফরে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচে অংশ নেবে বাবর আজম নেতৃত্বাধীন দলটি। ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বসবে ম্যাচগুলো।
১৯ নভেম্বর থেকে রাজধানীতে সংক্ষিপ্ত ফরম্যাটের তিনটি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। সিরিজের বাকি দুটি ম্যাচ হোম অব ক্রিকেট খ্যাত শেরেবাংলা স্টেডিয়ামে মাঠে গড়াবে ২০ ও ২২ নভেম্বর।
টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়। সাদা পোশাকের প্রথম ম্যাচটি শুরু হবে ২৬ নভেম্বর। বন্দরনগরীতে ম্যাচটি চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে আবারও ঢাকায় আসবে দল দুটি। ম্যাচটি ৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৮ ডিসেম্বর পর্যন্ত মাঠে গড়াবে। এক নজরে কিস্তানের বাংলাদেশ সফর সূচি-
• টি-টোয়েন্টি সিরিজ
১৯ নভেম্বর শুক্রবার
প্রথম টি-টোয়েন্টি (ঢাকা, মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম)
২০ নভেম্বর শনিবার
দ্বিতীয় টি-টোয়েন্টি (মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা)
২২ নভেম্বর সোমবার
তৃতীয় টি-টোয়েন্টি (মিরপুর শেরে বাংলাজাতীয় স্টেডিয়াম, ঢাকা)
প্রতিটি ম্যাচ মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়।
• টেস্ট সিরিজ-
প্রথম টেস্ট
২৬-৩০ নভেম্বর শুক্রবার থেকে মঙ্গলবার
প্রথম টেস্ট (জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম)
দ্বিতীয় টেস্ট
৪-৮ ডিসেম্বর শনিবার থেকে বুধবার
দ্বিতীয় টেস্ট (মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা)
টেস্ট ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।
সূত্রঃ আরটিভি অনলাইন