টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই ২০ ওভারের ফর্মেটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন ভিরাট কোহলি, বিশ্বকাপের পরপরই নিউজিল্যান্ডের বিপক্ষে রোহিত শর্মার কাঁধেই উঠছে নতুন দায়িত্ব। এবার আলোচনায় কোহলির ওয়ানডেতে অধিনায়কত্ব নিয়েও, মূলত আইসিসির টুর্নামেন্টে ব্যর্থতার কারণে তাকে বাদ দেওয়া হতে পারে।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী দুই-এক দিনের মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তা এবং জাতীয় নির্বাচকদের মধ্যে বৈঠক হবে। সেখানে একদিনের ক্রিকেটে কোহলীকে অধিনায়ক রাখা হবে কি না, তা নিয়ে আলোচনা হবে।
আগামী ২০২৩ সালে ভারতের অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ, তার আগেই কোহলির অধিনায়কত্ব নিয়ে আলোচনা করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী বছর ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে ভারত, সেই সিরিজে কোহলি থাকবে না কি বিশ্বকাপের পরিকল্পনায় নতুন কাউকে দেখা যাবে সেটা নিয়ে আলোচনায় বসবে বোর্ড।
বিসিসিআইয়ের এক কর্মকর্তাকে উদ্ধৃতি দিয়ে পিটিআই জানিয়েছে, “যেটা আগে রয়েছে, সেটা আগে করতে হবে। নিউজিল্যান্ড সিরিজের দলটা আগে বাছতে হবে। রোহিত এখনও আমাদের একবারও বলেনি যে, নিউজিল্যান্ড সিরিজে ও অধিনায়কত্ব করতে চায় না। আর সেটা বলবেই বা কেন? টি২০-তে অধিনায়ক হিসেবে এটাই ওর প্রথম সিরিজ হতে চলেছে।’’
ভারতীয় সংবাদ মাধ্যম গুলোর প্রতিবেদন অনুযায়ী বোর্ডের এমন আলোচনার কারণে নিজে থেকেই ওয়ানডে অধিনায়কত্ব থেকেও সরিয়ে নিতে পারেন ভিরাট কোহলি, টি-টোয়েন্টির ক্ষেত্রেও এমনটাই হয়েছিলো বলে সম্ভাবনা থাকছেই। - স্পোর্টসজোন২৪