দলকে পরীক্ষা করতেই টসে জিতে ব্যাটিং নিয়েছিলো পাকিস্তান

ক্রিকেট দুনিয়া November 3, 2021 905
দলকে পরীক্ষা করতেই টসে জিতে ব্যাটিং নিয়েছিলো পাকিস্তান

সেমিফাইনালের রাস্তা আগেই পরিষ্কার হয়েই গিয়েছিল পাকিস্তানের জন্য। মঙ্গলবার নামিবিয়াকে হারিয়ে কাজটা সম্পূর্ণ করলেন বাবর আজমরা। গ্রুপ ২ থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে গেল পাকিস্তান।


নামিবিয়াকে হারানো নয়, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে নিজেদের দলকে পরীক্ষায় ফেলে দেখে নেয়ার কথাই বললেন বাবর। টস জিতে আগে ব্যাটিং করেও জিতে দেখাল পাকিস্তান।


বাবর বলেন, 'আজকের খেলাটা অন্য রকম ছিল। চেয়েছিলাম ওপেনিং জুটি বেশিক্ষণ ক্রিজে থাকুক। সেটাই হয়েছে। আমরা নিজেদের দেখে নিতে চেয়েছিলাম, সেটা পেরেছি। সেমিফাইনালে দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে মোহাম্মদ হাফিজ ও হাসান আলি।'


শিশিরের সমস্যা যে ছিল, তা মেনে নিলেন বাবর। তিনি বলেন, “শিশির ছিল। ফিল্ডিংয়ের সময় সমস্যা হয়েছে। তবে সেটা অজুহাত হতে পারে না। আমাদের আরো ভালো ফিল্ডিং করতে হবে। সমস্ত কিছু পরিকল্পনা অনুযায়ী হয়েছে। সেমিফাইনালেও এই খেলা ধরে রাখতে পারব বলেই আশা করছি।


বুধবার ম্যাচের সেরা হয়েছেন মোহাম্মদ রিজওয়ান। ৫০ বলে ৭৯ রান করেন তিনি। রিজওয়ান বলেন, নামিবিয়া খুব ভালো বল করেছে। আমরা চেয়েছিলাম শেষ অবধি ব্যাট করতে। সেটা পেরেছি। শেষের দিকে বড় রান করতে পেরেছি আমরা।


সূত্র : আনন্দবাজার পত্রিকা