দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাট করতে নেমে মাত্র ৮৪ রানে অল আউট হয়েছে টাইগাররা। পুরো টুর্নামেন্টের মতো এদিনও বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা দেখা যায়। পাওয়ার প্লের মধ্যে হারায় তিন উইকেট। আর ৩৪ রানে উইকেট পতন পাঁচটি। সব মিলিয়ে বিশ্রী শুরু বাংলাদেশের।
এর ধারাবাহিকতা থাকে ইনিংস জুড়েই। বাংলাদেশ দলের পাঁচজন ব্যাটার ফিরে যান শূন্য হাতেই। এ পাঁচজনের মধ্যে রয়েছেন সৌম্য সরকার ও মুশফিকুর রহিমও। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি শূন্য রানে আউটের রেকর্ড এই দুজনেরই।
এবার নিয়ে ১০ বার শূন্যতে ফিরলেন সৌম্য সরকার, ৮ বার মুশফিকুর রহিম। আর এই তালিকায় এর পরেই আছেন মুস্তাফিজুর রহমান। তিনি শূন্য রানে ফিরেছেন ৬ বার।
উল্লেখ্য এই ম্যাচে মাত্র ৮৪ রানে অলআউট হওয়ার পর বাংলাদেশ ৬ উইকেট এর বড় ব্যবধানে হারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
সূত্রঃ স্পোর্টসজোন২৪