পরিসংখ্যানে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যে এগিয়ে আছে যারা

ক্রিকেট দুনিয়া November 2, 2021 565
পরিসংখ্যানে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যে এগিয়ে আছে যারা

আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। তবে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা সঠিক পথে আছে। তিন ম্যাচের দুটি জিতেছে প্রোটিয়ারা।


ফেভারিট হিসেবে এই ম্যাচ খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। কারণ হেড টু হেডে বাংলাদেশের বিপক্ষে তাদের একচ্ছত্র আধিপত্য। টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের দেখা হয়েছে মাত্র ছয়বার। আগের দেখায় প্রত্যেকবার জিতেছে প্রোটিয়ারা।


মানে বাংলাদেশ ৬-০ তে পিছিয়ে। বিশ্বকাপে একবারই দেখা হয়েছিল দুই দলের। ২০০৭ সালে প্রথম আসরে কেপ টাউনে ওই ম্যাচে ৭ উইকেটে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের লড়াইয়ের পরিসংখ্যান:


মোট ম্যাচ: ৬


দক্ষিণ আফ্রিকার জয়: ৬


বাংলাদেশের জয়: ০


এশিয়ায় খেলা: ২ (দক্ষিণ আফ্রিকা ২, বাংলাদেশ ০)


বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার গড় স্কোর: ১৬৭


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের গড় স্কোর: ১৩৪


দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান: এবি ডি ভিলিয়ার্স, ১৬১


বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান: সৌম্য সরকার, ১৩৫


দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ উইকেট: অ্যারন ফাঙ্গিসো, ৭


বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট: সাকিব আল হাসান, ৭


দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: ডেভিড মিলার, ১০১*


বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: সৌম্য সরকার, ৪৭


দক্ষিণ আফ্রিকার হয়ে সেরা ব্যাটিং গড়: ডেভিড মিলার, ১৪৭.০


বাংলাদেশের হয়ে সেরা ব্যাটিং গড়: মোহাম্মদ সাইফউদ্দিন ৬২.০


সূত্রঃ বিডি প্রতিদিন