শামির সমর্থনে কথা বলায় কোহলির মেয়েকে ধর্ষণের হুমকি!

ক্রিকেট দুনিয়া November 2, 2021 1,141
শামির সমর্থনে কথা বলায় কোহলির মেয়েকে ধর্ষণের হুমকি!

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের দিন দলের মুসলিম সতীর্থ শামির ওপর আক্রমণকারীদের ‘মেরুদণ্ডহীন’ বলে আচ্ছামতো ধুয়ে দেন কোহলি। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় অধিনায়কের ১০ মাস বয়সী শিশুকন্যা ভামিকা কোহলিকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।


এ ঘটনায় কোহলি এখন পর্যন্ত মুখ খোলেননি। তবে এর আগে তার স্ত্রীর প্রতি করা বাজে মন্তব্যের জেরে সরাসরি ইনস্টাগ্রামে প্রতিবাদ জানিয়েছিলেন কোহলি। লিখেছিলেন, ‘যারা নারীদের সম্মান দিতে জানে না, তারা নিজেদের কিভাবে শিক্ষিত মানুষ হিসেবে দাবি করে । একবার যদি তাদের মা, বোন, স্ত্রী, মেয়েকে নিয়ে সরাসরি এমন জঘন্য মন্তব্য করা হয়, তাহলে তাদের কেমন লাগবে।’


এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মুখ সাবেক গণমাধ্যম ব্যক্তিত্ব আন্দ্রে বরগেসও এই ঘটনায় নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি এক টুইটে লিখেছেন, ‘কোহলি এবং আনুশকা শর্মার ১০ মাস বয়সী মেয়েকে ধর্ষনের হুমকি দেওয়া হয়েছে। কারণ কোহলি তার মুসলিম সতীর্থের পক্ষে কথা বলেছি।’


ধর্ষণের হুমকি দেওয়া ওই ব্যক্তি কিছুক্ষণ পর টুইট মুছে ফেললেও, তার পরিচয় নাকি জানা গেছে। শুরুতে তাকে পাকিস্তানি বলে তথ্য ছড়িয়ে পড়লেও, ভারতীয় সাংবাদিক রিতিকা জৈন তার ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে করা এক টুইটে লিখেছেন, ‘কোহলির ১০ মাস বয়সী মেয়েকে ধর্ষণ হুমকি কোনো পাকিস্তানি দেয়নি। দিয়েছে এক তেলুগুবাসী ভারতীয়।’


সূত্রঃ স্পোর্টসজোন২৪