আসিফ আলির ব্যাট হাতে নিয়ে দেখলেন মুশফিক

ক্রিকেট দুনিয়া November 2, 2021 682
আসিফ আলির ব্যাট হাতে নিয়ে দেখলেন মুশফিক

আফগানদের বিপক্ষে ১৯তম ওভারে চার ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়ে বিশ্ব ক্রিকেটে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এবার সেই পাকিস্তানি ব্যাটারকেই দেখা গেলো টাইগার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের সাথে।


আবু ধাবিতে আগামীকাল বিকেলে দক্ষিন আফ্রিকার বিপক্ষে ম্যাচে নামার আগে মুশফিককে দেখা গেল আসিফ আলীর সাথে খুনসুটিতে। এসময় আসিফের ব্যাট হাতে নিয়ে অনেকক্ষন নেড়েচেড়ে দেখেন তিনি। সেই সঙ্গে ব্যাট হাতে নিয়ে ব্যাটিং স্টাইলে দাড়িয়ে হাসতেও দেখা যায় মুশফিককে।


নিউজিল্যান্ডের বিপক্ষে ১২ বলে ২৭ এবং আফগানিস্তানের সঙ্গে ৭ বলে ২৫ রানের ঝড়ো ইনিংসে জয় নিশ্চিত করেছেন আসিফ। দুই ম্যাচে মোট ১৯ বল খেলে সাতটি ছক্কা হাঁকিয়েছেন তিনি। শেষদিকে ক্রমবর্ধমান রানরেটের চাহিদাটা সহজেই মিটিয়ে দিয়েছেন ৩০ বছর বয়সী এ ব্যাটার।


মঙ্গলবার (২ নভেম্বর) নামিবিয়ার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। অন্য আরেক ম্যাচে বাংলাদেশ সময় বিকেল ৪টায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। - বিডি২৪লাইভ