যে অসম্ভব সমীকরণে এখনও সেমিফাইনালে যেতে পারবে বাংলাদেশ

ক্রিকেট দুনিয়া October 30, 2021 1,987
যে অসম্ভব সমীকরণে এখনও সেমিফাইনালে যেতে পারবে বাংলাদেশ

সুপার টুয়েলভে টানা দুই ম্যাচ হারার পরে তৃতীয় ম্যাচে এসেও গতকাল হেরে গেছে তারা৷ শেষ বলের উত্তেজনায় ক্যারিবীয়দের কাছে ৩ রানে হেরেছে টিম টাইগার্স। এই জয়ে সেমিফাইনালে খেলার আশা প্রায় শেষ টাইগারদের। কিন্তু না, একেবারেই শেষ নয়। এখনও সুপ্তভাবে টিকে আছে টাইগারদের সেমিফাইনালে খেলার আশা।


পরিসংখ্যান বলছে, টাইগারদের সেমিফাইনালে খেলার আশা এখনও টিকে আছে। তবে, সেমিফাইনাল খেলার জন্য তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে। অন্য দলগুলোর জয় পরাজয়ের ওপর ভিত্তি করে সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ।


চলুন জেনে নেয়া যাক কোন পরিসংখ্যানে সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশঃ


১) ইংল্যান্ড সব ম্যাচ জিতবে (১০ পয়েন্ট)।


২) বাংলাদেশ বাকি সব ম্যাচ জিতবে (৬ পয়েন্ট) ৩) অস্ট্রেলিয়া আর ম্যাচ জিতবে না (৪ পয়েন্ট)।


৪) শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার সাথে জিতবে (৪ পয়েন্ট)।


৫) ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া আর শ্রীলঙ্কার সাথে জিতবে (৪ পয়েন্ট)।


৬) সাউথ আফ্রিকা আর ম্যাচ জিতবে না (২ পয়েন্ট)।


এই পরিসংখ্যানে পড়েই কেবল সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ। তবে বাকী সব ম্যাচগুলো বাংলাদেশকে অবশ্যই জিততে হবে।


সূত্রঃ স্পোর্টসজোন২৪