২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হওয়া লিটন বাংলাদেশের হয়ে ইতোমধ্যে খেলে ফেলেছেন ৬ বছরেরও বেশি সময়। তবে রঙিন পোশাকে তার পারফরম্যান্স আপনাকে হতাশই করবে। ওয়ানডে ক্রিকেটের কথাই ধরা যাক।
এখনো পর্যন্ত ৪৭টি ওয়ানডে ম্যাচ খেলে লিটনের রান ১৩৩৫, গড় ৩০.৩ এবং স্ট্রাইকরেট প্রায় ৯০(৮৯.৭)। স্ট্রাইকরেট চলনসই হলেও আধুনিক ক্রিকেট বিবেচনায় নিলে ৩০ এর গড় মোটেও মানানসই নয়।
টি-টোয়েন্টির অবস্থা যেন আরও নাজুক। এখনো পর্যন্ত ৪১টি টি-টোয়েন্টি খেলে লিটনের রান ৭৪৬। গড় ১৮.৬ এবং স্ট্রাইকরেট ১২৬.৭, এখানেও হতশ্রী দশা গড়ের। ওপেনিং ব্যাটার লিটনের সাথে এমন পরিসংখ্যান কোনোভাবেই মানানসই নয়।
বর্তমানে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না তার। ব্যাটে রান নেই অনেকদিন ধরে। শুধু এবছরে লিটনের পরিসংখ্যান ঘাটতে গেলে দেখা যাচ্ছে ১১টি ওয়ানডে খেলে লিটনের গড় মাত্র ২৩.৩, স্ট্রাইকরেট প্রায় ৭২(৭১.৯)।
টি-টোয়েন্টির অবস্থা তো আরও ভয়াবহ। এবছর ১৩টি টি-টোয়েন্টি খেলে তার গড় মোটে ১০.৮, স্ট্রাইকরেট ১০১.৪। লিটন কি ওপেনার নাকি টেইলএন্ডার পরিসংখ্যান দেখে তা বোঝার উপায় নেই।
লিটন নিজের ক্যারিয়ারজুড়েই ছিলেন ধারাবাহিকভাবে ‘অধারাবাহিক’। মাঝেমাঝে হুটহাট সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরির দেখা মিললেও পরবর্তী আরও ১০-১২ ম্যাচে ব্যর্থ হতেন তিনি। এমন ঘটনাই প্রতিনিয়ত দেখা গেছে তার ক্যারিয়ারে।
টানা ব্যর্থতার মাঝে হঠাৎ করেই এক ম্যাচে রান পাওয়া তারপর আবারো সেই ব্যর্থতার চোরাবালিতে তলিয়ে যাওয়া- এভাবেই যেন চলছে লিটনের ক্যারিয়ার। তবে এতকিছুর পরেও দলে তিনি সুযোগ পেয়ে যাচ্ছেন ক্রমাগত।
সূত্রঃ বিডিক্রিকটাইম