চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছে না। কোনমতে সুপার টুয়েলভে গেলেও দ্বিতীয় পর্বে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি টাইগাররা।
প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারের পর বুধবার ইংল্যান্ডের কাছেও অসহায় আত্মসমর্পণ করেছে। টাইগারদের এমন পারফরমেন্সে স্বভাবতই ভীষণ ক্ষিপ্ত সাধারণ ভক্তরা। তাদের সেই হতাশা-ক্ষোভ আরও বেড়েছে সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্রিকেটারদের আক্রমণাত্মক আচরণে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এখন কেবল ব্যঙ্গ-বিদ্রুপেরই শিকার হচ্ছেন মুশফিক-মাহমুদউল্লাহ-লিটনরা। সমালোচকদের তালিকায় আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ হারের পর জোড়া ক্যাচ ফেলা লিটনের সমালোচনা তো করেছেনই, বিসিবি প্রধান কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহকে। সবমিলিয়ে ভীষণ অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে বাংলাদেশের ক্রিকেটে।
তবে এমতাবস্থায় যেন আগুনে ঘি ঢাললেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আল হাসান শিশির। আজ (বৃহস্পতিবার) বিতর্ক উস্কে দেওয়ার মতো এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তিনি।
তার ফেসবুকের এই স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমরা কি ২০১৯ বিশ্বকাপ নিয়ে একটু কথা বলতে পারি? আমি ভাবছি কিভাবে আমরা ভারত, পাকিস্তান, ইংল্যান্ড অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো বড় দলের বিরুদ্ধে জিততে পারিনি; যখন আমাদের গতিতারকারা এবং তথাকথিত সেরা ওপেনিং জুটি ছিল! কী ভুল হয়েছিল ওই ম্যাচগুলোতে কৌতূহলী মন জানতে চায়! যদি আমরা সেই ভুলগুলোর কিছু নিয়ে আলোচনা করার জন্য তখন কিছু টক শো করতাম, তাহলে আজ আমাদের ব্যর্থ হতে হতো না!’
যদিও সাকিবপত্মী এই ফেসবুক স্ট্যাটাসে সমালোচকদের একহাত নিতে গিয়ে আসলে কাকে আলাদা করে খোঁচা দিলেন বোঝা মুশকিল!
সূত্রঃ স্পোর্টসজোন২৪