চলতি বিশ্বকাপে প্রত্যেক ম্যাচের আগে হাঁটু গেঁড়ে বর্ণবাদ বিরোধী প্রতিবাদ বাধ্যতামূলক করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। সেই নিয়ম মানতে আপত্তি জানিয়েছিলেন ডি কক।
অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচে মাঠসুদ্ধ সবাই হাঁটু গেঁড়ে বর্ণবাদের বিরুদ্ধে প্রতীকী অবস্থান নিলেও এতে অংশ নেননি ডি কক। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে দ্বিতীয় ম্যাচে খেলতেই নামেননি। এরপর প্রোটিয়া বোর্ড জানিয়েছিল, দল ডি ককের এই অবস্থান পর্যালোচনা করছে।
সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকান সুপারস্টারের আন্তর্জাতিক ক্যারিয়ারই পড়ে গিয়েছিল হুমকির মুখে। তবে ক্ষমা চেয়ে ডি কক আপাত সমাধান বের করে ফেলেছেন। একইসাথে জানিয়েছেন, বোর্ডের আরোপিত নিয়ম মেনে চলবেন তিনি।
সমর্থকদের কষ্ট, রাগ ও সংশয়ের জন্য দুঃখ প্রকাশ করে ডি কক বলেন, ‘আমি হাঁটু গেঁড়ে বসলে যদি অন্যদের জন্য তা শেখার বিষয় হয় এবং জীবনকে আরও ভালো করতে সহায়তা করে, আমি খুশি মনেই তা করব। আমি বোর্ডের উদ্দেশ্য বুঝতে পেরেছি। দেশের হয়ে খেলার চেয়ে ভালো কিছু নেই।’
তিনি আরও বলেন, ‘আমি ঠিকভাবে বলতে পারি না, তবে আমি এই কাজের জন্য দুঃখ প্রকাশ করছি। সমর্থন দেওয়ার জন্য সতীর্থদের ধন্যবাদ জানাই, বিশেষ করে অধিনায়ক টেম্বা বাভুমাকে। মানুষ হয়ত বুঝবে না, তবে সে দারুণ এক নেতা।’
সূত্রঃ বিডিক্রিকটাইম