ইনজুরিতে বিশ্বকাপ শেষ সাইফুদ্দিনের, দলে ফিরলেন রুবেল

ক্রিকেট দুনিয়া October 27, 2021 871
ইনজুরিতে বিশ্বকাপ শেষ সাইফুদ্দিনের, দলে ফিরলেন রুবেল

বিশ্বকাপের সপ্তম আসর থেকে ছিটকে পড়েছেন বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার বদলি হিসেবে রুবেল হোসেনকে দলে অন্তর্ভুক্ত করেছে টিম ম্যানেজমেন্ট।


ইংল্যান্ডের বিপক্ষে সুপার টুয়েলভের গুরত্বপূর্ন ম্যাচের আগে তার পুরোনো পিঠের চোট জেগে ওঠে। ফলে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়ে দলের পরিকল্পনা থেকে ছিটকে পড়েন তিনি।


তবে সাইফউদ্দিনের চোটের ধরন পর্যবেক্ষণ করে তাকে আপাতত বিশ্রামের পরামর্শ দিয়েছে মেডিকেল টিম। এরই ধারাবাহিকতায় বিশ্বকাপ স্কোয়াডে সাইফউদ্দিনের বদলি ক্রিকেটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে দলের সাথে থাকা রুবেল হোসেনকে। চোট সারাতে সাইফউদ্দিন ফিরে আসবেন দেশে।


রুবেলকে সাইফউদ্দিনের বদলি হিসেবে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আবেদন মঞ্জুর করেছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের টেকনিক্যাল কমিটি। এক বিবৃতিতে আইসিসিই নিশ্চিত করেছে রুবেলের অন্তর্ভুক্তের বিষয়টি।


সূত্রঃ বিডিক্রিকটাইম