নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারাল পাকিস্তান

ক্রিকেট দুনিয়া October 26, 2021 638
নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারাল পাকিস্তান

হাই ভোল্টেজ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান। লো স্কোরিং ম্যাচে কিউইদের ছুঁড়ে দেওয়া ১৩৫ রানের লক্ষ্য পাকিস্তান তাড়া করে ১৮.৪ ওভারে।


শারজায় টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান জড়ো করে নিউজিল্যান্ড। দলের পক্ষে কেউই বলার মত বড় স্কোর গড়তে পারেননি। ড্যারিল মিচেল ২০ বলে ২৭ ও ডেভন কনওয়ে ২৪ বলে ২৭ রান করেন।


এছাড়া অন্যান্যদের মধ্যে অধিনায়ক কেন উইলিয়ামসন ২৬ বলে ২৫ ও মার্টিন গাপটিল ২০ বলে ১৭ রান করেন। পাকিস্তানের পক্ষে হারিস রউফ একাই শিকার করেন চারটি উইকেট।


জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু পায়নি পাকিস্তানও। ৩৪ বলে ৩৩ রান করা মোহাম্মদ রিজওয়ান বিদায় নিলে বিপাকে পড়ে যায় ভারতের বিপক্ষে ১০ উইকেটের জয়ে বিশ্বকাপ শুরু করা দলটি। শোয়েব মালিক ক্রিজে এসে হাল ধরেন দলের।


শেষদিকে আসিফ আলীর ঝড়ো ব্যাটিং দলকে পাইয়ে দেয় জয়ের দেখা। মালিকও সঠিক সময়ে জ্বলে ওঠেন। আসিফের ১২ বলে ২৭ ও মালিকের ২০ বলে ২৭ রানের ইনিংসে ভর করে পাকিস্তান ৫ উইকেট ও ৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়।


• সংক্ষিপ্ত স্কোর


টস : পাকিস্তান


নিউজিল্যান্ড : ১৩৪/৮ (২০ ওভার)

মিচেল ২৭, কনওয়ে ২৭, উইলিয়ামসন ২৫

রউফ ২২/৪, হাফিজ ১৬/১


পাকিস্তান : ১৩৫/৫ (১৮.৪ ওভার)

রিজওয়ান ৩৩, মালিক ২৭*, আসিফ ২৭*, বাবর ১১, হাফিজ ১১

সোধি ২৯/২, সাউদি ২৫/১


ফল : পাকিস্তান ৫ উইকেটে জয়ী।


সূত্রঃ বিডিক্রিকটাইম