টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন

ক্রিকেট দুনিয়া October 24, 2021 768
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে এশিয়ার দুই পরাশক্তি বাংলাদেশ ও শ্রীলঙ্কা। হাই ভোল্টেজ ম্যাচটিতে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা।


এই ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে একটি পরিবর্তন। শারজার স্পিন বান্ধব কন্ডিশনের কথা মাথায় রেখে একাদশে রাখা হয়েছে স্পিনার নাসুম আহমেদকে। তাকে সুযোগ করে দিতে একাদশের বাইরে থাকছেন পেসার তাসকিন আহমেদ।


একনজরে বাংলাদেশ দলের একাদশ : নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।


সূত্রঃ বিডিক্রিকটাইম