আইপিএলের আগামী আসরে যুক্ত হবে নতুন দুটি দল। সেই নতুন দুই দলের একটি দল কিনতে মরিয়া বলিউডের সুপারস্টার দম্পতি দীপিকা পাড়ুকোন ও রনবীর সিং। আইপিএলের নতুন দুটি দল ঘোষণা করা হবে আগামী ২৫ অক্টোবর।
এই দুই ফ্র্যাঞ্চাইজির মালিক হতে প্রতিদ্বন্দ্বিতা চলছে বাঘা বাঘা গ্রুপ ও প্রতিষ্ঠানের। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের বিখ্যাত ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকপক্ষ গ্লেজার পরিবার আইপিএলের নতুন দুই ফ্র্যাঞ্চাইজির একটির মালিক হতে চায়।
সেই দৌড়ে আছে আদানি গ্রুপ, আরপি-সঞ্জিব গোয়েঙ্কা গ্রুপের মত নামজাদারা। ভারতীয় গণমাধ্যম দাবি করেছে, এই প্রতিষ্ঠানগুলোর সাথে সমানতালে টেক্কা দিচ্ছেন বলিউড অভিনেত্রী দীপিকা ও অভিনেতা রনবীর, যারা বাস্তব জীবনে স্বামী-স্ত্রী।
সূত্রঃ বিডিক্রিকটাইম