২০২২ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

ক্রিকেট দুনিয়া October 22, 2021 1,871
২০২২ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

এবারের টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের বাধা পার হওয়ার দিনে আরেকটি সুখবর পেয়েছে টাইগাররা। আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে লাল-সবুজরা। অর্থাৎ বাংলাদেশকে সেবার বাছাইপর্ব খেলতে হবে না।


কিছুদিন আগে এক বিবৃতিতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছিল, এবারের আসরে যে যে দল মূল পর্বে কোয়ালিফাই করবে তারা ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য অষ্টম আসরে সরাসরি খেলবে।


বৃহস্পতিবার দারুণ জয়ে সুপার টুয়েলভ তথা মূল পর্বে পা রেখেছে বাংলাদেশ। এ জয়ের ফলে টাইগারদের ২০২২ বিশ্বকাপে সরাসরি খেলতে আর কোনো বাধা রইল না। যা মাহমুদউল্লাহ রিয়াদের দলের জন্য নিঃসন্দেহে স্বস্তির।


১২ দলের ২০২২ সালের আসরে খেলা নিয়ে আইসিসি বিবৃতিতে জানিয়েছিল, এবারের বিশ্বকাপে সুপার টুয়েলভে জায়গা পাওয়া ১২ দল অস্ট্রেলিয়ায় হতে যাওয়া বিশ্বকাপে খেলবে। সরাসরি আট দল যাবে সুপার টুয়েলভে। বাকি চার দলকে বৈশ্বিক বাছাই থেকে উঠে আসা চার দলের সঙ্গে খেলতে হবে প্রথম পর্ব।


সূত্রঃ ডেইলি বাংলাদেশ