বিশ্বকাপের বাঁচা-মরার লড়াইয়ে পাপুয়া নিউগিনির মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সুপার টুয়েলভে যেতে হলে এই ‘বি’ গ্রুপের এই ম্যাচে জয় আবশ্যক টাইগারদের।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এই ম্যাচে অন্তত ৩ রানের জয় পেলেই নিশ্চিত হবে টাইগারদের সুপার টুয়েলভ।
একনজরে দুই দলের একাদশ
বাংলাদেশ : নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
পাপুয়া নিউগিনি : লেগা সিয়াকা, আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, সেসে বাউ, সিমন আতাই, হিরি হিরি, নরমান ভানুয়া, কিপলিন দরিগা, চাদ সোপার, কাবুয়া মরেয়া, ডেমিয়েন রাভু।
সূত্রঃ বিডিক্রিকটাইম