পাপুয়া নিউগিনির বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া October 21, 2021 1,087
পাপুয়া নিউগিনির বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

স্কটল্যান্ডের বিপক্ষে হেরে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ দল সতর্ক। ওমানের বিপক্ষে জয় তুলে নিতেও বেশ কষ্ট করতে হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে। পাপুয়া নিউগিনিকে তাই হালকাভাবে নিচ্ছে না দল।


জয়ের ছন্দ ধরে রাখতে মরিয়া বাংলাদেশ এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে পারে। তবে পরিবর্তন আসতে পারে পাপুয়া নিউগিনির একাদশে।


ওমানের আল আমেরাত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায়, স্থানীয় সময় দুপুর দুইটায়। ‘বি’ গ্রুপে নিজেদের আগের দুটি ম্যাচ রিয়াদ-সাকিবরা খেলেছেন ফ্লাডলাইটের আলোয়। তবে এই ম্যাচে ওমানের তপ্ত রোদের সাথে মানিয়ে নিতে হবে তাদের।


বাংলাদেশ : নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।


সূত্রঃ বিডিক্রিকটাইম