স্কটল্যান্ডের কাছে এমন পরাজয়ে যা বললেন ক্ষুব্ধ পাপন

ক্রিকেট দুনিয়া October 18, 2021 972
স্কটল্যান্ডের কাছে এমন পরাজয়ে যা বললেন ক্ষুব্ধ পাপন

অপ্রত্যাশিত পরাজয়ে দলের তিন সিনিয়র ক্রিকেটারের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন নাজমুল হাসান পাপন। বিশ্বকাপে দলের প্রথম ম্যাচে খেলোয়াড়দের লড়াইয়ের মানসিকতাও পছন্দ হয়নি তার। পাপন জানান, দলের মনোভাব-মানসিকতা তার কাছে ভালো ঠেকেনি।


পরাজয়ের পেছনে এর দায় দেখছেন বিসিবি সভাপতি, ‘হার-জিত নিয়ে আমি চিন্তিত না। যেকোনো দল হারতে পারে, জিততে পারে। বিশেষ করে টি-টোয়েন্টি আরও বেশি আনপ্রেডিক্টেবল। কিন্তু যে জিনিসটা আমাকে আশ্চর্য করেছে এবং কষ্ট দিয়েছে তা হল দলের খেলার এপ্রোচ ও এটিটিউড- কোনোটাই ঠিক ছিল না, কোনোভাবেই না।’


১৪১ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ পাওয়ারপ্লে কাজে লাগাতে পারেনি। অথচ প্রত্যেক ব্যাটারেরই ভালো করার সামর্থ্য আছে, বিশ্বাস করেন পাপন। তিনি বলেন, ‘প্রথম ৬ ওভারে সুবিধা কাজে লাগাতে হয়। সেজন্য মারতে হবে, উইকেট পড়বে। কিন্তু ২ উইকেট পড়ার পর আমাদের ব্যাটাররা যেভাবে ব্যাট করে গেছে, সাকিব-মুশফিক-রিয়াদসহ, সেখানেই তো মনে হয় আমরা ম্যাচটা হেরে গেছি।’


‘এভাবে খেলে তো ১৪১ তাড়া করতে পারব না। এটা প্রত্যেক খেলোয়াড় জানে, এভাবে খেললে জিততে পারব না। এই এপ্রোচ ওদের মধ্যে পাইনি যা ঐসময় দরকার ছিল। কৌশলও ভালো ছিল না।’


ব্যাটারদের পারফরম্যান্সকেই মূল কাঠগড়ায় দাঁড় করেছেন পাপন। ‘১৩-১৪ ওভার পর্যন্ত বলের সমান রান রেখে খেলেছি। টি-টোয়েন্টিতে এটা তো কোনোভাবেই হতে পারে না, পরে যত ভালো ব্যাটসম্যানই থাকুক। ওরা তো সুযোগই পাচ্ছে না।


ওদের মাথায় কী চলছিল জানি না। এটুকু বিশ্বাস করি, প্রত্যেক খেলোয়াড়ের সামর্থ্য আছে আরও বড় দলের বিপক্ষে ভালো করতে। স্কটল্যান্ড আহামরি কোনো দল না যাদের বোলিং খেলাই যাচ্ছিল না।’


সূত্রঃ বিডিক্রিকটাইম