শক্তির বিচারে বাংলাদেশকে সবাই ফেভারিট বলছেন। তবে স্কটিশ কোচের চোখে বাংলাদেশ পাপুয়া নিউগিনি বা ওমানের চেয়ে ওপরের দল নয়। স্কটল্যান্ড কোচের এমন কথার প্রতিক্রিয়া কি হতে পারে বাংলাদেশ দলে? অধিনায়ক মাহমুদউল্লাহকে এনিয়ে প্রশ্ন করা হলে তিনি তাতে কান দিলেন না। শুধুই হাসলেন।
বলে দিলেন, উনি কী বলেছেন এটা নিয়ে আমি খুব একটা ভাবছি না। আমরা আমাদের সামর্থ্য সম্পর্কে জানি। আশা করি দল হিসেবে আমরা সেরাটাই মাঠে দেবো। তিনি বলেন, আমাদের সামর্থ্যরে মধ্যে যতটুকু থাকবে, আমরা ততটুকু মাঠে দিবই। - আমাদের সময়