লঙ্কান প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফটে ৮ বাংলাদেশি ক্রিকেটার

ক্রিকেট দুনিয়া October 11, 2021 1,445
লঙ্কান প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফটে ৮ বাংলাদেশি ক্রিকেটার

এলপিএল এর দ্বিতীয় আসরের প্লেয়ার্স ড্রাফটের জন্য ৬৯৯ আন্তর্জাতিক ক্রিকেটার নিবন্ধন করেছেন। এর মধ্যে তারকা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এদিকে ২০২১ সালের এলপিএলের জন্য ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৭ অক্টোবর পর্যন্ত চলেছে প্লেয়ার্স ড্রাফটের নিবন্ধন।


এদিকে ৫ থেকে ২৩ ডিসেম্বর মাঠে গড়াবে এবারের এলপিএল।সেখানে শ্রীলঙ্কার বাইরে থেকে করা ৬৯৯ ক্রিকেটারদের মধ্যে থেকে ২২৫ জনের নাম এপ্রুভ করেছে এসএলসি। ২৭ অক্টোবর প্লেয়ার্স ড্রাফটে যাদের নাম উঠবে। একটি এলপিএল ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৬ জন বিদেশী ক্রিকেটার দলে নিতে পারবে, স্কোয়াডে রাখতে পারবে ২০ জন।


বিভিন্ন দেশের ক্রিকেটারদের (নিবন্ধনকৃত) তালিকা-


বাংলাদেশ- মেহেদী হাসান, সোহাগ গাজী, শফিউল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, ইমরুল কায়েস, এবাদত হোসেন ও মাহমুদউল্লাহ রিয়াদ


ওয়েস্ট ইন্ডিজ- ক্রিস গেইল, ডোয়াইন স্মিথ, দীনেশ রামদিন, রস্টন চেজ, জনসন চার্লস, কেমার রোচ, শাই হোপ, কিরন পাওয়েল, রাখিম কর্নওয়াল, ফিদেল এডওয়ার্ডস, শেলডন কটরেল, ফ্যাবিয়ান অ্যালেন, চ্যাডউইক ওয়ালটন, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, জেরোমি টেইলর, কার্লোস ব্র্যাথওয়েট, শিমরন হেটমেয়ার ও আলঝারি জোসেফ


পাকিস্তান- আনোয়ার আলি, মোহাম্মদ হাফিজ, ফখর জামান, মোহাম্মদ ইরফান, আহমেদ শেহজাদ, সোহেল তানভির, ইমাম উল হক, উমর আকমল, কামরান আকমল, সরফরাজ আহমেদ, জুনায়েদ খান, উসমান খান শিনওয়ারি, হারিস সোহেল, শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, মোহাম্মদ আমির, হাসান আলি ও ওয়াহাব রিয়াজ


দক্ষিণ আফ্রিকা- বিজর্ন ফরটুইন, রিচার্ড লেভি, ওয়াইন পারনেল, ডুয়ান অলিভিয়ার, ইমরান তাহির, ফাফ ডু প্লেসিস, র‍্যাসি ভ্যান ডার ডুসেন ও মরনে মরকেল


ভারত- ইউসুফ পাঠান, ইরফান পাঠান ও বিনয় কুমার


অস্ট্রেলিয়া- জেমস ফকনার ও ক্রিস লীন


ইংল্যান্ড- লরি ইভান্স, লুক রাইট, লিয়াম প্লাংকেট, ড্যান লরেন্স, সামিত প্যাটেল, স্টিভেন ফিন, ডেভিড মালান, আদিল রশিদ, স্যাম বিলিংস, ওলি রবিনসন ও রবি বোপারা


নিউজিল্যান্ড- মিচেল ম্যাকলেনাগান ও নেইল ব্রুম।


জিম্বাবুয়ে- সিকান্দার রাজা, ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস।


সূত্রঃ বিডি২৪ রিপোর্ট