পঞ্চম আসরের জন্য শক্তিশালী দল গঠন করেছে টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দল বাংলা টাইগার্স। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত প্লেয়ার ড্রাফট থেকে আফ্রিদি, আমিরের মতো তারকা ক্রিকেটারদের নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে দল সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
এবারের আসরে একমাত্র বাংলাদেশী হিসেবে দল পেয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দীন। আজ ৭ অক্টোবর অনুষ্ঠেয় নিলামে সাইফুদ্দীনকে দলে ভেড়ায় টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্বকরা একমাত্র দল টি।
সাইফুদ্দিন ছাড়াও বাংলা টাইগার্স দলে ভিড়িয়েছে পাকিস্তানী অলরাউন্ডার শহীদ আফ্রিদি, আদম লিথ, মোহাম্মদ আমির, জেমস ফকনারের মতো ক্রিকেটারকে।
এবারের আসরে পাঁচ ক্রিকেটারকে দলে ধরে রেখেছে বাংরা টাইগার্স, যাদের পাঁচজনই বিদেশি। এই আসরে বাংলা টাইগার্সের কোচিংয়ে থাকছেন তিন হেভিওয়েট ক্রিকেট ব্যক্তিত্ব। প্রধান কোচ হিসেবে দলটির সাথে থাকছেন স্টুয়ার্ট ল। এছাড়া ব্যাটিং ও ফিল্ডিং কোচ হিসেবে পল নিক্সন এবং বোলিং কোচ হিসেবে শন টেইট দায়িত্ব পালন করবেন।
বাংলা টাইগার্স স্কোয়াড: ফাফ ডু প্লেসিস, শহীদ আফ্রিদি, মোহাম্মদ আমির, জেমস ফকনার, মোহাম্মদ সাইফুদ্দীন, বেনি হাওয়েল, হযরতুল্লাহ জাজাই, ইসুরু উদানা, আন্দ্রে ফ্লেচার, উইল জ্যাকস, কায়েস আহমেদ, মহেষ পাথিরানা, হাসান খালিদ, উইল স্মিদ, সাবির রাও, অ্যাডাম লিথ।
সূত্রঃ বিডি২৪ রিপোর্ট