আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপের মাঠের লড়াই, ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে ১৪ নভেম্বর। এবারের আসরে আয়োজিত হবে মোট ৪৫টি ম্যাচ। এবারের টুর্নামেন্টে থাকছেন ১৬ জন আম্পায়ার ও ৪ জন ম্যাচ রেফারি। ১৬ দলের এই টুর্নামেন্টের সকল ম্যাচেই থাকবেন নিরপেক্ষ আম্পায়াররা।
এবারের আসরের সবচেয়ে অভিজ্ঞ তিন জন আম্পায়ার হলেন, আলিম দার, ম্যারাইস এরাসমাস ও রড টাকার। এই তিনজন আম্পায়ার ষষ্ঠবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্ব পালন করতে যাচ্ছেন।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর ম্যাচ রেফারির তালিকা : ডেভিড বুন, জেফ ক্রোয়ে, রঞ্জন মাদুগল, জাভাগাল শ্রীনাথ।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর ম্যাচ রেফারির তালিকা : আলিম দার, কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানি, মাইকেন গুচ, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওর্থ, রিচার্ড কেটেলবরগ, নিতিন মেনন, আহসান রাজা, পল রাইফেল, ল্যাংটন রুসেরি, রড টাকার, জোয়েল উইলসন ও পল উইলসন।
সূত্রঃ বিডিক্রিকটাইম