এভারেস্ট প্রিমিয়ার লিগ ছেড়ে দেশে ফিরলেন তামিম

ক্রিকেট দুনিয়া October 7, 2021 1,298
এভারেস্ট প্রিমিয়ার লিগ ছেড়ে দেশে ফিরলেন তামিম

এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে গিয়েছিলেন টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু সেই এভারেস্ট প্রিমিয়ার লিগেই পড়লেন নতুন ইনজুরিতে। যেকারণে টুর্নামেন্ট শেষের আগেই হঠাৎ বৃহস্পতিবার দেশে ফিরেছেন তিনি।


ইপিএলে সবশেষ ম্যাচে বুধবার কাঠমুন্ডু কিংস একাদশের মুখোমুখি হয়েছিল তামিমরা। এই ম্যাচে নতুন চোট পেয়ে বসেন তিনি। বাম হাতের বুড়ো আঙুলে গুরুতর চোট পান তামিম। জানা গেছে এই চোট থেকে সেরে উঠতে সময় লাগবে অন্তত চার সপ্তাহ। সেকারণে দেশে ফিরেছেন টাইগার ব্যাটার।


এ ব্যাপারে এক ক্রিকেট ভিত্তিক গণমাধ্যমে তামিম বলেন, ‘কাল ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলাম, আঙ্গুল ফুলে গিয়েছি। এরপর আজ দেশে ফিরে স্ক্যান করিয়েছি। সেখানে চিড় ধরা পড়েছে। ঠিক হতে অন্তত ৪ সপ্তাহের মতো সময় লাগবে।’


উল্লেখ্য, এবারের ইপিএলে ৫ ম্যাচ খেললেও একটিতেও হাফ সেঞ্চুরির দেখা পাননি তামিম। সর্বোচ্চ ইনিংস ছিল ৪০ রানের, চিতওয়ান টাইগার্সের বিপক্ষে। আর ৫ ম্যাচে করেছেন ৭৫ রান। স্ট্রাইক রেটও ছিল নিম্নমানের।


সূত্রঃ স্পোর্টসজোন২৪