ডি ভিলিয়ার্সকে থামিয়ে শেষ বলে হায়দরাবাদের রোমাঞ্চকর জয়

ক্রিকেট দুনিয়া October 7, 2021 797
ডি ভিলিয়ার্সকে থামিয়ে শেষ বলে হায়দরাবাদের রোমাঞ্চকর জয়

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে হেরে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফলে সেরা দুইয়ে থাকার আশা শেষ হয়ে গেল বিরাট কোহলিদের। তবে প্লে-অফ আগেই নিশ্চিত করে রেখেছে দলটি।বুধবার আবু ধাবিতে ৪ রানের জয় তুলে নেয় হায়দরাবাদ।


আগেই ছিটকে যাওয়া দলটির এটি সব মিলে আসরে তৃতীয় জয়। টস হেরে ব্যাট করতে নামা হায়দরাবাদ জ্যাসন রয়ের ৩৮ বলে ৪৪ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪১ রানের পুঁজি গড়ে। যা তাড়ায় শেষ ওভারে ১৩ রান প্রয়োজন পড়ে বেঙ্গালুরুর। কিন্তু দলটি সেই সমীকরণ মিলাতে পারেনি।


যদিও দেবদূত পাদিক্কল ৫২ বলে ৪১ ও ম্যাক্সওয়েল ২৫ বলে ৪০ রানের ইনিংস খেলেন। ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে বেঙ্গালুরু। চেন্নাই ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। নিজেদের শেষ ম্যাচে বেঙ্গালুরু জিতলে এবং চেন্নাই হারলে দুই দলের পয়েন্ট সমান হবে।


তবে এতেও দ্বিতীয় স্থানে ওঠা হবে না বেঙ্গালুরুর। কারণ রান রেটে পিছিয়ে তারা। ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দিল্লি। তলানিতে থাকা হায়দরাবাদের পয়েন্ট ১৩ ম্যাচে ৬।


সূত্রঃ দেশ রূপান্তর