আইসিসির মাস সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেলেন নাসুম

ক্রিকেট দুনিয়া October 6, 2021 1,522
আইসিসির মাস সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেলেন নাসুম

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশি পেসার নাসুম আহমেদ। সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক ক্রিকেটের পারফরম্যান্স বিবেচনায় নাসুমকে এই মনোনয়ন দিয়েছে আইসিসি।


বুধবার (৬ অক্টোবর) আইসিসি ঘোষণা করে, সেপ্টেম্বরের পারফরম্যান্সে প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছেন ৩ ক্রিকেটার। তারা হলেন- বাংলাদেশের নাসুম আহমেদ, নেপালের সন্দ্বীপ লামিচানে ও যুক্তরাষ্ট্রের জশকরন মালহোত্রা।


এছাড়া প্রমীলা ক্রিকেট ক্যাটাগরিতে সেপ্টেম্বরের সেরা খেলোয়াড় হওয়ার জন্য মনোনীত হয়েছেন ইংল্যান্ডের চার্লি ডিন, দক্ষিণ আফ্রিকার লিজেলে লি ও ইংল্যান্ডের হিদার নাইট।


নাসুম মনোনয়ন পেয়েছেন নিউজিল্যান্ড সিরিজের পারফরম্যান্স বিবেচনায়। পাঁচ ম্যাচে মোট ৮ উইকেট শিকার করেছিলেন সিলেটের এই স্পিনার, রান খরচের দিক থেকেও ছিলেন মিতব্যয়ী।


সূত্রঃ বিডিক্রিকটাইম