এভারেস্ট প্রিমিয়ার লিগের প্লে-অফে তামিমের গ্ল্যাডিয়েটর্স

ক্রিকেট দুনিয়া October 5, 2021 947
এভারেস্ট প্রিমিয়ার লিগের প্লে-অফে তামিমের গ্ল্যাডিয়েটর্স

কোন ম্যাচ না হেরেই প্লে-অফে উঠেছে তামিম ইকবালের দল ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স। কোন ম্যাচ না হারলেও বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফে খেলবে তামিমরা। যদিও এরপরও খেলতে হবে এলিমিনেটর ম্যাচ। আর তিনে থাকলেও সরাসরি কোয়ালিফাই খেলবে পোখারা রাইহোনস।


গ্রুপ পর্বে আজ নিজেদের শেষ ম্যাচে কাঠমুন্ডু একাদশের বিপক্ষে মাঠে নামার কথা ছিল গ্ল্যাডিয়েটর্সের। কিন্তু বৃষ্টিতে আউটফিল্ড ভেজা থাকায় ম্যাচটি কোন টস ছাড়াই বাতিল হয়। এর আগেও কাঠমুন্ডুর বিপক্ষে দুইবার বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হয়। দুইবার সূচিতে পরিবর্তন এনেও ম্যাচটি আয়োজন সম্ভব হয়নি।


এর আগে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচটিও খেলতে পারেনি তামিমরা। বৃষ্টিতে সেই ম্যাচটিও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। আবার গ্রুপ পর্বে আরেকটি ম্যাচ ড্র হয় তাদের। যেকারণে গ্রুপ পর্বে পাঁচ ম্যাচের মধ্যে ২ টিতে জিতে বাকি তিনটিতে পয়েন্ট ভাগ করে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকলেও এলিমিনেটর খেলতে হবে গ্ল্যাডিয়েটর্সকে। কারণ দুইয়ে অবস্থান থাকলেও পোখারা, ভাইরাহাওয়ার চেয়ে বেশি ম্যাচ (৩ ম্যাচ) জেতায় তাদের খেলতে হবে না এলিমিনেটরে।


এলিমিনেটর ম্যাচে বুধবার কাঠমুন্ডু একাদশের বিপক্ষে মাঠে নামবে তামিমরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১ টা ৪৫ মিনিটে। অন্যদিকে প্রথম কোয়ালিফাইয়ে মুখোমুখি হবে চিতওয়ান টাইগার্স ও পোখারা রাইহোনস। ম্যাচটি শুরু হবে সকাল ৯ টা ৪৫ মিনিটে। তামিমদের ম্যাচের বিজয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দলের বিপক্ষে।


সূত্রঃ স্পোর্টসজোন২৪