সাকিবের প্রসংশায় যা বললেন মরগান-ম্যাককলাম

ক্রিকেট দুনিয়া October 4, 2021 1,045
সাকিবের প্রসংশায় যা বললেন মরগান-ম্যাককলাম

অবশেষে রবিবার হায়দরাবাদের বিপক্ষে একাদশে সুযোগ মেলে সাকিবের। আর সুযোগ পেয়েই বাজিমাত করেছেন সাকিব। এদিন বোলিংয়ে ৪ ওভারে ২০ রান খরচায় এক উইকেট নেয়ার সঙ্গে নিজের বোলিংয়ের সময়ে সরাসরি থ্রোতে রান হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসনকে রান আউট করেন সাকিব।


সব মিলিয়ে ফেরার ম্যাচে সাকিবের দারুণ পারফরম্যান্সের কারণে প্রসংশায় ভাসিয়েছেন অধিনায়ক ইয়ন মরগান ও কোচ ব্রেন্ডন ম্যাককলাম। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে উইলিয়ামসনকে করা সাকিবের সেই রান আউটকেই বলে জানান ম্যাককলাম।


তার মতে এই রান আউটই ম্যাচের মোড় পাল্টে দিয়েছে। ম্যাককালাম বলেন, ‘সাকিব আল হাসান শুধু বোলিংয়েই দারুণ করেনি, ফিল্ডিংয়েও দারুণ ছিল। উইলিয়ামসনের রান আউটটা অনেক স্পেশাল ছিল। এই মুহূর্তগুলোই ম্যাচের মোড় পাল্টে দেয়।’


এর আগে ম্যাচ পরবর্তী প্রেজেন্টশনে মরগান বিশাল জয়ের সাকিবের প্রভাব বলে উল্লেখ করেন। মরগান বলেন, ‘সাকিবের মতো এত অভিজ্ঞ একজন আন্তর্জাতিক তারকাকে ডাকতে পারার গভীরতা ও শক্তি স্কোয়াডে থাকা মানে তা বিরাট বিলাসিতা। সে এসেছে এবং ম্যাচে অনেক বড় প্রভাব রেখেছে। দুর্দান্ত ছিল সে।’


সূত্রঃ স্পোর্টসজোন২৪