অবশেষে ৯ ম্যাচ পর আর আমিরাতের মাটিতে প্রথম নামার সুযোগ পেলেন সাকিব। আর সুযোগ পেয়েই দারুণ বোলিংয়ে এক উইকেট নিলেন, তার সাথে নিজের বোলিংয়ে সরাসরি থ্রোতে এক রান আউট। ব্যাটিংয়ে সুযোগ না পেলেও জয় পেল কলকাতা নাইট রাইডার্স জিতেছে। আর তাতেই প্লে’ অফের লড়াইয়ে নিজেদের অবস্থান শক্ত করলো শাহরুখের দল।
এদিন সানরাইজার্স হায়দরাবাদ আগে ব্যাট করে হায়দরাবাদ ৮ উইকেট হারিয়ে তোলে মাত্র ১১৫ রান। বোলিংয়ে ৪ ওভারে ২০ রানে ১ উইকেট নিয়েছেন সাকিব। আরেক স্পিনার বরুণ চক্রবর্তী ২৬ রানে পেয়েছেন ২ উইকেট। সুনীল নারিন উইকেট না পেলেও ৪ ওভারে দিয়েছেন মাত্র ১২ রান। দুই পেসার টিম সাউদি ও শিভাম মাভীও ভালো করেছেন। ২টি করে উইকেট পেয়েছেন দুইজনই।
ব্যাটসম্যানরা হেসেখেলে লক্ষ্য ছুঁয়েছে। ২ বল ও ৬ উইকেট হাতে রেখে কলকাতা ১৩তম ম্যাচে ষষ্ঠ জয় তুলে নিয়েছে। ওপেনার শুভমান গিল আইপিএলের অষ্টম হাফ সেঞ্চুরি পেয়েছেন। তার ব্যাট থেকে এসেছে ৫৭ রান। এছাড়া নিতিশ রানা ২৫, দিনেশ কার্তিক ১৮ রান করেন। এই জয়ে ১৩ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে আছে কলকাতা।
সূত্রঃ স্পোর্টসজোন২৪