হার্দিক পান্ডিয়া ও কিয়েরন পোলার্ডের নৈপুণ্যে পাঞ্জাব কিংসকে হারিয়ে আইপিএলের প্লে-অফের রেসে টিকে রইল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।
মঙ্গলবার আবু ধারির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ১৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেটে জয় তুলে নেয় মুম্বাই।
৯২ রানে ৪ উইকেট হারিয়েছিল মুম্বাই। সেখানে থেকে পঞ্চম উইকেটে ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৬ বল বাকি থাকতেই দলকে জয় এনে দেন পান্ডিয়া-পোলার্ড জুটি।
পান্ডিয়া ৩০ বলে ৪ চার ও ২ ছক্কায় অপরাজিত ৪০ রান করেন। পোলার্ড ৭ বলে ১টি করে চার ও ছক্কায় করেন অপরাজিত ১৫ রান। সৌরভ তিওয়ারির ব্যাট থেকে আসে ৩৭ বলে ৪৫ রান।
এর আগে আইডেন মারকরামের ২৯ বলে ৪২ রানের ইনিংসে ভর করে ৬ উইকেটে ১৩৫ রানের পুঁজি গড়ে পাঞ্জাব। মুম্বাইয়ের পক্ষে পোলার্ড ১ ওভারে ৮ রান খরচায় ২ উইকেট নেন। জাসপ্রিত বুমরাহ ৪ ওভারে ২৪ রান খরচায় নেন ২ উইকেট।
এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে কলকাতার সঙ্গে যৌথভাবে টেবিলের চতুর্থ স্থানে রইল মুম্বাই। ৮ পয়েন্ট নিয়ে পাঞ্জাবের অবস্থান ষষ্ঠ।
সূত্রঃ দেশ রূপান্তর