আইপিএল ২০২১ যত শেষের দিকে গড়াচ্ছে, ততই জমে উঠছে প্লে-অফে জায়গা করে নেওয়ার লড়াই। ৩৭ নম্বর ম্যাচের পর আপাতত দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসকে তুলনায় নিরাপদে দেখাচ্ছে। ইতিমধ্যেই ছিটকে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। প্লে-অফের দৌড়ে টিকে রয়েছে সাতটি দল।
হায়দরাবাদের বিরুদ্ধে লো স্কোরিং ম্যাচে জয় তুলে নেওয়ার পর পাঞ্জাব কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়েলসকে টপকে পাঁচ নম্বরে চলে আসে। রাজস্থান নেমে যায় সাত নম্বরে।
এদিকে চেন্নাইকে টপকে শীর্ষে উঠে আসে দিল্লি ক্যাপিটালস। কেকেআর রয়েছে চার নম্বরে। মুম্বাই অবস্থান করছে ছয়ে।
সূত্রঃ স্পোর্টসজোন২৪