নেপালের ইপিএলে তামিমের ম্যাচগুলোর সময়সূচি দেখে নিন

ক্রিকেট দুনিয়া September 23, 2021 1,969
নেপালের ইপিএলে তামিমের ম্যাচগুলোর সময়সূচি দেখে নিন

জাতীয় দলের হয়ে প্রায় দেড় বছর টি-টোয়েন্টিতে খেলছেন না তামিম ইকবাল। তরুণদের সুযোগ করে দিতে শেষ পর্যন্ত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছেন বাঁহাতি এ ওপেনার। বিশ্বকাপ স্কোয়াড থেকে সরে দাঁড়ানোয় এভারেস্ট প্রিমিয়ার লিগে পুরোটা সময় খেলার সুযোগ পেয়েছেন তিনি।


এই টুর্নামেন্টে তামিম খেলবেন ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সে। দলটির প্রথম ম্যাচ ২৬ সেপ্টেম্বর, পোখারা রাইনোসের বিপক্ষে। ২৭ সেপ্টেম্বর চিতওয়ান টাইগার্স, ২৯ সেপ্টেম্বর বিরাটনগর ওয়ারিয়র্স, ২ অক্টোবর কাঠমান্ডু কিংস ইলেভেন ও ৪ অক্টোবর ললিতপুর প্যাট্রিয়টসের বিপক্ষে খেলবে ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স।

আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হবে এভারেস্ট প্রিমিয়ার লিগের এবারের আসর।


একনজরে তামিমের দল ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের ম্যাচগুলোর সময়সূচী:


২৬ সেপ্টেম্বর, রবিবার- বনাম পোখারা রাইনোস-দুপুর ১ টা ৪৫ মি.

২৭ সেপ্টেম্বর, সোমবার- বনাম চিতওয়ান টাইগার্স-দুপুর ১ টা ৪৫ মি.

২৯ সেপ্টেম্বর, বুধবার- বনাম বিরাটনগর ওয়ারিয়র্স-দুপুর ১ টা ৪৫ মি.

২ অক্টোবর, শনিবার- বনাম কাঠমান্ডু কিংস ইলেভেন-সকাল ৯ টা ৪৫ মি.

৪ অক্টোবর, সোমবার- বনাম ললিতপুর প্যাট্রিয়টস-দুপুর ১২ টা ৩০ মি.


সূত্রঃ স্পোর্টসজোন২৪