ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ২০২১-এর আরব আমিরাতের অনুষ্ঠিত দ্বিতীয় লেগেও করোনার হানা। এবার করোনা সংক্রমণ ধরা পড়ল সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে।
সানরাইজার্সের তারকা পেসার টি নটরাজন করোনা আক্রান্ত চিহ্নিত হয়েছেন। ফরে তাঁকে তড়িঘড়ি আইসোলেশনে পাঠানো হয়েছে। চিহ্নিত করা হয়েছে তাঁর সান্নিধ্যে আসা আরও ছ’জনকে, যাঁদের মধ্যে একজন ক্রিকেটারও রয়েছেন। তাঁদেরও আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আইসোলেশনে পাঠানো হয়েছে যাদের তার হলেন, অল-রাউন্ডার বিজয় শঙ্কর, টিম ম্যানেজার বিজয় কুমার, ফিজিও শ্যাম সুন্দর, টিম ডাক্তার অঞ্জনা, লজিস্টিক ম্যানেজার তুষার খেড়কর ও নেট বোলার পি গণেশানকে।
সূত্রঃ স্পোর্টসজোন২৪