পাকিস্তানে দ্বিতীয় সারির দল পাঠাতে চেয়েছিল বাংলাদেশ

ক্রিকেট দুনিয়া September 21, 2021 874
পাকিস্তানে দ্বিতীয় সারির দল পাঠাতে চেয়েছিল বাংলাদেশ

নিরাপত্তাজনিত কারণে দেখিয়ে পাকিস্তান সিরিজ বাতিল করেছে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আর এই দুই সিরিজ বাতিল হওয়ার পর দেশের মাটিতে আবারো সিরিজ আয়োজন নিয়ে চিন্তায় পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।


তাইতো এই দুই দলের পরিবর্তে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ আয়োজন করতে চেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিছুদিন আগেই বাংলাদেশ দলকে পাকিস্তানের মাটিতে সিরিজ খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।


টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যস্ত থাকার কারণে এই সিরিজের নাকচ করে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের সিরিজ স্থগিত হলেও দেশের মাটিতেই সিরিজ আয়োজন করতে চাই পাকিস্তান ক্রিকেট বোর্ড।


এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি রমিজ রাজা। তিনি বলেন, “পাকিস্তান ক্রিকেট যেমন আছে তেমন ভাবেই চলতে থাকবে।


এইখানে ক্রিকেটের উৎসব আবারো ফিরবে। হ্যাঁ, আমাদের হাতে অপশনও ছিল- জিম্বাবুয়ে আসার জন্য প্রস্তুত ছিল, বাংলাদেশও তাঁদের দ্বিতীয় সারির দল পাঠাতে প্রস্তুত ছিল কিন্তু এই মুহূর্তে মরিয়াভাবে কোন কাজ করতে চাই না।”


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট