রাতে মুখোমুখি হচ্ছে রাজস্থান-পাঞ্জাব, দেখে নিন সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া September 21, 2021 1,004
রাতে মুখোমুখি হচ্ছে রাজস্থান-পাঞ্জাব, দেখে নিন সম্ভাব্য একাদশ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ ৩২ নম্বর ম্যাচে মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়েলস এবং পাঞ্জাব কিংস। দুবাইতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়। আইপিএলের এবারের আসরে রাজস্থান রয়েলসের হয়ে খেলছেন মোস্তাফিজুর রহমান।


আইপিএলের প্রথম অংশের রাজস্থান রয়েলসের হয়ে প্রতিটি ম্যাচে খেলেছিলেন মুস্তাফিজ। আইপিএলের এবারের আসরে দুর্দান্ত বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান। এখন পর্যন্ত টুর্নামেন্টের ৭ ম্যাচের মধ্যে ৮ উইকেট তুলে নিয়েছেন মুস্তাফিজ। আগামীকাল পাঞ্জাব কিংসের বিপক্ষে রাজস্থানের একাদশের দেখা যাবে মোস্তাফিজুর রহমানকে।


রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ: এভিন লুইস, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক, উইকেট কিপার), লিয়াম লিভিংস্টোন, রিয়ান পরাগ, শিবম দুবে, ক্রিস মরিস, রাহুল তেওয়াতিয়া, কার্তিক ত্যাগী, মুস্তাফিজুর রহমান, চেতন সাকারিয়া/জয়দেব উনাদকাত।


পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ: কেএল রাহুল (অধিনায়ক এবং উইকেট কিপার), মায়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, দীপক হুডা, নিকোলাস পুরান, শাহরুখ খান, ফ্যাবিয়ান অ্যালেন/আদিল রশিদ, রবি বিষ্ণোই, আরশদীপ সিং, নাথান এলিস, মোহাম্মদ শামি।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট