আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়বেন বিরাট কোহলি। সেই সাথে কোচ হিসেবে মেয়াদ শেষ হচ্ছে রবি শাস্ত্রীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতীয় কোচিং এর দায়িত্ব ছাড়ার আভাস দিয়েছেন এই সাবেক ক্রিকেটার।
রবি শাস্ত্রীর এই ঘোষণার সঙ্গে সঙ্গে নতুন কোচ সন্ধানে নেমেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এই বিষয়ে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ ও শ্রীলংকার সাবেক মহাতারকা মাহেলা জয়াবর্ধনের সঙ্গে যোগাযোগ করে বিসিসিআই। কিন্তু ভারতের কোচ হওয়ার প্রস্তাব নাকচ করেন তিনি।
জয়াবর্ধনে বলেন, ‘আমি নিজ দেশের জাতীয় ক্রিকেট দলের কোচ হতে চাই। লংকানদের আরও কিছু দিতে চায়।পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ানসকে কোচিং করাতে চাই।’
সূত্রঃ স্পোর্টসজোন২৪