টি-২০ বিশ্বকাপ নিয়ে বিরাট কোহলিদের হুমকি দিলেন হাসান আলি

ক্রিকেট দুনিয়া September 17, 2021 1,049
টি-২০ বিশ্বকাপ নিয়ে বিরাট কোহলিদের হুমকি দিলেন হাসান আলি

পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের পর সম্পর্কের দিক থেকে হাসান আলি ভারতের জামাই। হরিয়ানার মেয়ে, অ্যারোনেটিক ইঞ্জিনিয়ার সামিয়া আরজুকে বিয়ে করেছেন হাসান। তবে, ভারতের জামাই হওয়ার আগেও একবার বিরাট কোহলিদের বিধ্বস্ত করেছিলেন হাসান আলি ও তার সতীর্থরা।


২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। সেবার হাসান আলি-মোহাম্মদ আমিরদের বোলিং তোপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। ভারতীয় ক্রিকেট দলকে সেই হারের অভিজ্ঞতা মনে করিয়ে দিলেন পাকিস্তানি পেসার হাসান আলি।


যদিও ওডিআই কিংবা টি টোয়েন্টি, কোন বিশ্বকাপেই কখনও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। এমনকি ২০১৭ সালের সেই ম্যাচের পর ২০১৮ এশিয়া কাপ এবং ২০১৯ বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল ভারত।


কিন্তু এবার টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারানোর ব্যাপারে আশাবাদী হাসান আলি। মধ্যপ্রাচ্যের কন্ডিশনে সব দলই তাদের স্কোয়াডে স্পিনারদের আধিক্য রাখলেও এই কন্ডিশনে পাকিস্তানের পেসাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন হাসান । – জি নিউজ/ যমুনাটিভি