শীর্ষস্থান হারালেন অলরাউন্ডার সাকিব, দেখুন বাকিদের অবস্থান

ক্রিকেট দুনিয়া September 15, 2021 1,435
শীর্ষস্থান হারালেন অলরাউন্ডার সাকিব, দেখুন বাকিদের অবস্থান

বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে গত শুক্রবার। পাঁচ দিন পর বুধবার (১৫ সেপ্টেম্বর) এই সংস্করণে আইসিসির প্রকাশিত সবশেষ হালনাগাদ র‌্যাংকিংয়ে তার প্রভাব পড়ল। সিরিজের শেষ ম্যাচ না খেলায় সাকিব আল হাসান অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারিয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবীর কাছে। আর সেরা দশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। এছাড়া মোহাম্মদ নাঈম, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমানও এগিয়েছেন।


ব্যাটিং র‌্যাংকিংয়েও উন্নতি হয়েছে মাহমুদউল্লাহর। তিন ধাপ এগিয়ে ২৯ নম্বর স্থানে এই ডানহাতি ব্যাটসম্যান। শেষ দুই ম্যাচে ২৯ ও ২৩ রান করে তার সঙ্গে সমান লাফ দিয়েছে ২৪তম স্থানে নাঈম। নিউ জিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম ও ফিন অ্যালেন ক্যারিয়ার সেরা র‌্যাংকিং অর্জন করেছেন। তারা দুজন যথাক্রমে ৪৪তম ও ৬৬তম স্থানে।


বাংলাদেশি খেলোয়াড়রা বোলিং র‌্যাংকিংয়েও এগিয়েছেন। চতুর্থ টি-টোয়েন্টিতে নিউ জিল্যান্ডকে ৯৩ রানে থামাতে চার উইকেট নেওয়া মোস্তাফিজ দুই ধাপ এগিয়ে আট নম্বরে। একই ম্যাচে চার উইকেট নেওয়া নাসুম আহমেদ ২৫ ধাপের বিশাল লাফ দিয়েছেন, ১৫তম স্থানে এই স্পিনার। নিউ জিল্যান্ড স্পিনার এজাজ প্যাটেল ৯৩ ধাপ এগিয়ে ৬০ নম্বরে।


সূত্রঃ রাইজিংবিডি