টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে উন্নতি মুস্তাফিজের, দেখুন বাকিদের অবস্থান

ক্রিকেট দুনিয়া September 15, 2021 799
টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে উন্নতি মুস্তাফিজের, দেখুন বাকিদের অবস্থান

আইসিসি টি-টোয়েন্টি র্র্যাংকিংয়ে দারুণ উন্নতি করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান। ১০ নম্বর থেকে আইসিসি টি-টোয়েন্টি র্র্যাংকিংয়ে ৮ নম্বরে উঠে এসেছেন তিনি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান।


এর মধ্যে চতুর্থ ম্যাচে তুলে নিয়েছিলেন চারটি উইকেট। ‌ এই সিরিজের আগে টি-টোয়েন্টি র্র্যাংকিংয়ে ১০ নম্বরে ছিলেন মুস্তাফিজুর রহমান। বর্তমানের ৬২৬ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে অবস্থান করছেন মুস্তাফিজ। মুস্তাফিজের পরেই রয়েছেন সাকিব আল হাসান। ৬১১ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছেন তিনি।


এছাড়াও আইসিসি টি-টোয়েন্টি র্র্যাংকিংয়ে দারুণ উন্নতি করেছেন নাসুম আহমেদ। ক্যারিয়ার সেরা ৫৭৬ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ১৫ নম্বরে। নাসুম এগিয়েছেন ২৫ ধাপ। ৫৫০ রেটিং পয়েন্ট নিয়ে ২০ নম্বরে আছেন আরেক স্পিনার মেহেদী হাসান, এগিয়েছেন ৪ ধাপ। মোহাম্মদ সাইফউদ্দিনের অবস্থান ৩৪ নম্বরে, ৩৭৫ রেটিং পয়েন্ট নিয়ে ৯৭ নম্বরে আছেন শরিফুল ইসলাম।


• আইসিসি টি-টোয়েন্টি বোলিং র্র্যাংকিং


১। তাব্রাইজ শামসি (দক্ষিণ আফ্রিকা)- ৭৭৫ রেটিং পয়েন্ট

২। ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)- ৭৪৭ রেটিং পয়েন্ট

৩। রাশিদ খান (আফগানিস্তান)- ৭১৯ রেটিং পয়েন্ট

৪। আদিল রশিদ (ইংল্যান্ড)- ৬৮৯ রেটিং পয়েন্ট

৫। মুজিব উর রহমান (আফগানিস্তান)- ৬৮৭ রেটিং পয়েন্ট

৬। অ্যাশটন অ্যাগার (অস্ট্রেলিয়া)- ৬৪৯ রেটিং পয়েন্ট

৭। অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)- ৬৪৮ রেটিং পয়েন্ট

৮। মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)- ৬২৬ রেটিং পয়েন্ট

৯। সাকিব আল হাসান (বাংলাদেশ)- ৬১১ রেটিং পয়েন্ট

১০। টিম সাউদি (নিউজিল্যান্ড)- ৬০৫ রেটিং পয়েন্ট।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট