দায়িত্ব নিয়েই ক্রিকেটারদের বেতন বৃদ্ধি করলেন রমিজ রাজা

ক্রিকেট দুনিয়া September 15, 2021 796
দায়িত্ব নিয়েই ক্রিকেটারদের বেতন বৃদ্ধি করলেন রমিজ রাজা

পাকিস্তান ক্রিকেট বোর্ডের ৩৬ তম সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক অধিনায়ক রমিজ রাজা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়ে শুরুতেই আলোচনায় রমিজ রাজা। একের পর এক সিদ্ধান্ত নিয়ে শুরুতেই চমক দিয়েছেন তিনি।


তার নানাবিধ নতুন পদক্ষেপে সহজেই অনুমেয় পাকিস্তান ক্রিকেটে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছেন তিনি। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েই নিয়োগ দিয়েছেন দলের নতুন ব্যাটিং ও বোলিং কোচ। এবার ঘরোয়া ক্রিকেট লিগের ক্রিকেটারদের বেতন বাড়ানোর ঘোষণা দিলেন তিনি। রমিজ রাজার ঘোষণা অনুযায়ী পাকিস্তানের ১৯২ জন ঘরোয়া ক্রিকেটারের বেতন বাড়তে যাচ্ছে।


গ্রুপ ডি‌’র ক্রিকেটারদের বেতন প্রতি মাসে ২৫০ শতাংশ পর্যন্ত বাড়বে। ফলে ঘরোয়া লিগের ক্রিকেটারদের বেতন বেড়ে ১ লাখ রুপি হতে চলেছে। প্রথম শ্রেণির ক্রিকেটার ও গ্রেড প্রতিযোগিতায় অংশ নেওয়া ক্রিকেটারদের বেতন বেড়ে ১৪ লাখ রুপি থেকে ২৫ লাখ রুপি হতে যাচ্ছে।


রমিজ রাজা পাকিস্তানের হয়ে ৫৭টি টেস্ট ম্যাচ খেলেছেন। যেখানে রান করেছেন ২ হাজার ৮৩৩। এছাড়া ১৯৮ ওয়ানডে ম্যাচে তার রান সংখ্যা ৫ হাজার ৮৪১। ১৯৯৭ সালে তিনি ক্রিকেট থেকে অবসর নেন। - বাংলাওয়াশ ক্রিকেট