দেখে নিন আইপিএলের প্রথম অংশের সর্বশেষ পয়েন্ট টেবিল

ক্রিকেট দুনিয়া September 15, 2021 1,339
দেখে নিন আইপিএলের প্রথম অংশের সর্বশেষ পয়েন্ট টেবিল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল-এর এবারের আসরের বাকি অংশ। ইতিমধ্যেই এই টুর্নামেন্টের দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংস খেলেছে আটটি করে ম্যাচ। এই দুই দল বাদে বাকি ছয়টি দল খেলেছে সাতটি করে ম্যাচ। গত এপ্রিলে যেখান থেকে এই টুর্নামেন্ট শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে।


আইপিএলের এবারের আসরে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে দিল্লি ক্যাপিটালস। ৮ ম্যাচে ৬ টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তারা। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। সাত ম্যাচে তারা জয়লাভ করেছেন পাঁচটি ম্যাচ। পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সাত ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে তারা।


পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। ৭ ম্যাচে তাদের জয় চারটিতে। পঞ্চম স্থানে রয়েছে মোস্তাফিজুর রহমানের দল রাজস্থান রয়েলস। সাত ম্যাচে তাদের জয় তিন। পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে পাঞ্জাব কিংস।


৮ ম্যাচের মধ্যে তাদের জয় ৩ টি। সপ্তম স্থানে রয়েছে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স। সাত ম্যাচের মধ্যে তারা জয়লাভ করেছে দুইটি ম্যাচে। পয়েন্ট টেবিলের সবার নিচে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ৭ ম্যাচের মধ্যে তারা একটি ম্যাচে জয়লাভ করেছে।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট