একনজরে দেখে নিন বাংলাদেশে-পাকিস্তান সিরিজের চূড়ান্ত সূচি

ক্রিকেট দুনিয়া September 14, 2021 939
একনজরে দেখে নিন বাংলাদেশে-পাকিস্তান সিরিজের চূড়ান্ত সূচি

বিশ্বকাপের পরপরই ২ টেস্ট ও ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল। আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা (এফটিপি) অনুয়ায়ী, এ সিরিজ দিয়েই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্র শুরু করবে লাল-সবুজ জার্সিধারীরা। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সফরের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।


চলতি বছরজুড়েই আন্তর্জাতিক ক্রিকেটে ঠাসা সূচি বাংলাদেশের। শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে সফরের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টানা সিরিজ। এরপর এখন দিন পনেরো বিশ্রাম পেলেও তারপরই শুরু হয়ে যাবে বিশ্বকাপ মিশন। আর বিশ্বকাপ শেষেই বাঘের ডেরায় পা রাখবে বাবর আজম বাহিনী।


৫ বছর পর বাংলাদেশে আসা পাকিস্তানের সফর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। নভেম্বরের মাঝামাঝি সময়ে ঢাকায় পা রাখবেন বাবররা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৯ নভেম্বর টাইগারদের মুখোমুখি হবে সফরকারীরা। যথাক্রমে ২০ ও ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরই বাংলা স্টেডিয়ামে।


এরপর ২৬ নভেম্বর টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে নিজেদের প্রথম টেস্টে চট্টগ্রামের মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ৪ ডিসেম্বর, মিরপুরে।


সূত্রঃ স্পোর্টসজোন২৪