বাংলাদেশের আতিথেয়তায় সন্তুষ্টি প্রকাশ করলো নিউজিল্যান্ড

ক্রিকেট দুনিয়া September 14, 2021 770
বাংলাদেশের আতিথেয়তায় সন্তুষ্টি প্রকাশ করলো নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে এসে খেলে গেছে পাঁচটি টি-টোয়েন্টি। নিউজিল্যান্ডের তুলনায় বাংলাদেশের করোনা পরিস্থিতি উদ্বেগজনক হলেও এখানকার আতিথেয়তায় বেজায় খুশি কিউইরা।


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, বাংলাদেশ সফরের কোভিড প্রটোকল ও অন্যান্য আয়োজনে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) সন্তুষ্টি প্রকাশ করেছে। আলাদাভাবে বিসিবির প্রধান নির্বাহীর সাথে যোগাযোগ করে সন্তুষ্টি জানিয়েছেন এনজেডসির প্রধান নির্বাহীও।


সুজন বলেন, ‘নিউজিল্যান্ড খুব প্রশংসা করেছে। তাদের প্রধান নির্বাহী আমার সাথে ব্যক্তিগতভাবেও যোগাযোগ করেছে। তারা আয়োজন নিয়ে অনেক খুশি। আশা করছি আমরা ভবিষ্যৎ সফরে গেলে তারা আরও সাপোর্টিভ হবে।’


দ্য হান্ড্রেড থেকে বাংলাদেশে এসে করোনা পজিটিভ শনাক্ত হয়েছিলেন কিউই ব্যাটসম্যান ফিন অ্যালেন। বিসিবির মেডিকেল টিমের অধীনে চিকিৎসা নেওয়া অ্যালেন দ্রুতই সেরে ওঠেন, সিরিজে অংশও নেন। বিষয়টি বাংলাদেশের জন্য বড় ধরনের সাফল্যের মতই।


সূত্রঃ বিডি ক্রিক টাইম